২৪ দিনে হাসপাতাল খরচ দিতে হল ১৮ লক্ষ টাকা, তাও ফেরাতে পারলেন না কাকাকে

২৪ দিনে হাসপাতাল খরচ দিতে হল ১৮ লক্ষ টাকা, তাও ফেরাতে পারলেন না কাকাকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

করোনা সংক্রমণের মহামারীর মধ্যেই চিকিৎসা পরিষেবার খরচও হয়ে উঠছে ব্যায়বহুল।সম্প্রতি এমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। তাঁর কাকা কোভিড আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বাইপাসের একটি প্রথম সারির হাসপাতালে। সেখানেই ২৪ দিনে চিকিৎসার খরচ দাঁড়িয়েছে ১৮ লক্ষ টাকা।

অভিনেতার কথায়, ২৪ দিন আগে হঠাৎই কাকা অমিত বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে স্থানান্তরিত করেন ভেন্টিলেশনে।’’ অভিনেতার দাবি, নির্দিষ্ট সময়ে কোভিড-মুক্ত হন তাঁর কাকা। কিন্তু আক্রান্ত হন অন্য সংক্রমণে। ফলে, ফের তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। মাঝে কাকা সাময়িক সুস্থ হলে তাঁকে বাইপ্যাপেও রাখা হয়েছিল।এর পর চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমশই সুস্থ হয়ে উঠছিলেন অভিনেতার আত্মীয়। গত কাল তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছিল হাসপাতাল। তার আগেই বিপত্তি। মারা যান সাহেবের কাকা। হাসপাতাল থেকে দেহ ছাড়িয়ে নিয়ে আসার সময়েই ১৮ লক্ষ টাকা বিল দেখে চক্ষুস্থির অভিনেতার। তাঁর ক্ষোভ, অক্সিজেন, শয্যা, মাস্ক, করোনার ওষুধ নিয়ে কালোবাজারি হচ্ছে শুনেছেন তিনি। কিন্তু বাস্তবেও যে এই পরিস্থিতির স্বীকার হতে ভাবতে পারেন নি অভিনেতা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top