নিজস্ব সংবাদদাতা ২৮শে মে ২০২১ উত্তর দিনাজপুর:-ছেলের হাতে মায়ের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মৌলানি এলাকার বিলাতীবাড়ি গ্রামে। মৃতার নাম মৌলমী সরকার ( ৫০) । উত্তেজিত স্থানীয় বাদিন্দারা খুনী ছেলেকে ব্যাপক গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করা হয় মায়ের খুনে অভিযুক্ত ছেলে নারায়ন সরকারকে। আহত ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার বিলাতীবাড়ি গ্রামে মা মৌলমী সরকার ও তাঁর ছেলে নারায়ন সরকার একই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে আচমকাই ছেলে নারায়ন সরকার তার মা মৌলমী সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। মহিলার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন মৌলমী দেবীর গলায় ও সারা শরীরে ধারালো অস্ত্রের কোপ। রক্তে ভেসে যাচ্ছে ঘর। স্থানীয় বাসিন্দারাই মৌলমী দেবীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকেরা মৃত বলে ঘোষনা করেন। এদিকে নিজের মা’কে এভাবে খুন করে মেরে ফেলায় ঘটনায় বিলাতীবাড়ি গ্রামের উত্তেজিত বাসিন্দারা ছেলে নারায়নকে ধরে গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। উত্তেজিত বাসিন্দাদের হাত থেকে খুনে অভিযুক্ত আহত ছেলেকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঠিক কি কারনে ছেলে নারায়ন তার গর্ভধারিণী মা মৌলমী দেবীকে নৃশংসভাবে খুন করল তা এখনও স্পষ্ট হয়নি। খুনের রহস্যের ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।