নিজস্ব সংবাদদাতা ২৮শে মে ২০২১উত্তর দিনাজপুর:- ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কোভিড টীকাকরণের কুপন হাতে না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। শুক্রবার এমনই ঘটনায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বর। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ টিকাকরণ বন্ধ থাকল দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। লাইনে দাঁড়িয়েও কূপন না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন চোপড়া ব্লকের সাধারণ মানুষ। প্রথম ডোজের টিকা নিতে আসা একাংশের অভিযোগ, শুক্রবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও তাঁরা কূপন পাননি। চোপড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গাফিলতি ও উদাসীনতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কোভিড টীকা নিতে আসা শয়ে শয়ে সাধারণ মানুষ। যদিও স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, এদিন আড়াইশো কুপন ইস্যু করার পরও লাইনে ভিড় জমতে থেকে। সবাই কুপনের দাবি জানাতে থাকায় সমস্যা তৈরি হয়। প্রতিদিন ২৫০ জনের বেশী টীকা দেওয়া সম্ভব নয়। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ টিকাকরণ বন্ধ হয়ে যায় ওই স্বাস্থ্যকেন্দ্রে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ফের টিকাকরণ শুরু হয়। স্বাস্থ্যকেন্দ্রের এক আধিকারিক ডাঃ মহসিন হোসেন জানিয়েছেন, এদিন যাঁরা এসেছিলেন প্রত্যেকেই টিকার দাবি করাতেই সমস্যার সৃষ্টি হয়। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন ২৫০ জনকেই কোভিড টীকাকরণ দেওয়া সম্ভব হয়ে থাকে। অনেকেই কুপন হাতে না পাওয়ায় জনসাধারণের মধ্যে বিক্ষোভের সঞ্চার হয়।
কোভিড টীকাকরণের কুপন হাতে না পাওয়ায় বিক্ষোভ চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বর।
কোভিড টীকাকরণের কুপন হাতে না পাওয়ায় বিক্ষোভ চোপড়া ব্লকের দলুয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বর।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram