বিনামূল‍্যে ভ‍্যাকসিনেশনের দাবিতে রেড ভলেন্টিয়াররা

বিনামূল‍্যে ভ‍্যাকসিনেশনের দাবিতে রেড ভলেন্টিয়াররা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১ জুন ২০২১:

বিনামূল‍্যে ভ‍্যাকসিনেশনের দাবি নিয়ে রেড ভলেন্টিয়ারা ডেপুটেশন জমা দিল জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিদের কাছে।মঙ্গলবার রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে অনিবার্ন রায় চৌধুরী বলেন জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রুগী ও কোভিড সংক্রমনে আক্রান্তদের সুস্থ‍্য করার স্বার্থে কাজ করে করে যাচ্ছেন তারা প্রতিনিয়ত।তাদের আশঙ্কা এর ফলে অনেকেই করোনা আক্রান্ত হয়ে পরতে পারে ।এইজন‍্য তারা বিনামূল্যে ভ‍্যাকসিনেসন ব‍্যাবস্থা করার দাবি জানাচ্ছে ।

ইতিমধ্যে জেলার কয়েকটি ব্লকে প্রশাসনের সহযোগীতায় ভ‍্যাকসিনেশন ব‍্যাবস্থা করা হলেও জেলার সর্বত্র তা করা হচ্ছে না ।রেড ভলেন্টিয়ারদের সকলেই ১৮বছরের উদ্ধে,সকলেই বিনামূল্যে ভ‍্যাকসিনেশন পাওয়ার যোগ‍্য বলে দাবি অনিবার্ণের ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top