নিজস্ব সংবাদদাতা,নিউটাউন, ১জুন ২০২১: মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হল।উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি ও হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন।
হিডকো ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আজ থেকে শুরু হলো “মা ক্যান্টিন”। নিউটাউনের সাধারণ মানুষদের প্রতিদিন সুলভে পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো। এই পাঁচ টাকায় পাওয়া যাবে ভাত ডাল সব্জি ডিম এর তরকারি। সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এবং দুপুর ১ টা থেকে ৩ টের মধ্যে খাবার দেওয়া হবে।নিউটাউনের ডিসি অফিসের পাশে এই মা ক্যান্টিন করা হয়েছে।
