নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা, ৩জুন ২০২১ :- ভ্যাক্সিন পাওয়া নিয়ে বারাসতে হর্কাসদের বিক্ষোভ। বারাসত কলোনি মোড়ে ভ্যাক্সিন সেন্টারে বিক্ষোভ। ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে জনা পঞ্চাশ হকার্স।তাঁদের অভিযোগ আজ ভ্যাক্সিন নেওয়ার জন্য ভোর থেকে তারা দাঁড়িয়ে। তারা হকার্সের প্রয়োজনীয় কাগজ নিয়ে এসেছেন।

পুরসভার তরফ থেকে আজ তাদের আসতে বলা হয়েছিল। কিন্তুু কাউন্টার খুলতে তাদের কলোনি মোড়
এই ভ্যাক্সিন সেন্টার থেকে জানিয়ে দেয় লিস্টে যাদের নাম আছে তাদেরই ভ্যাক্সিন দেওয়া হবে।আর সেই কথা শুনে বিক্ষোভ শুরু করে তারা।তাদের দাবী যারা ভোর থেকে লাইনে আছে তাদের কেও আজ ভ্যাক্সিন দিতে হবে।ভ্যাক্সিন সেন্টার এর তরফ থেকে জানানো হয়েছে লিস্টে যাদের নাম আছে তাদের আগে ভ্যাক্সিন দেওয়া হবে। তার পর বাকি দের ভ্যাক্সিন দেওয়া হবে।এরপরই শান্ত হন বিক্ষোভ কারীরা।তারই মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে বারাসাত থানা থেকে আসে পুলিশ ও।