নিউজ ডেস্ক, ৪ জুন ২০২১ : আর মাত্র ৯ দিন বাকি কোপা আমেরিকা শুরু হতে।
তবে তার আগে ছন্দে পাওয়া গেল না আর্জেন্তিনাকে। বিশ্বকাপের বাছাই পর্ব চলছে , সেখানে চিলির সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করল আর্জেন্তিনা।যদিও ওই ম্যাচে মেসি গোল করলেন ঠিকই, তবে তাতেও তাঁর দল জিততে পারল না।

খেলার প্রথম ধাপে ২৪ মিনিটেই আর্জেন্তিনার মার্টিনেজকে বক্সে ফাউল করেন চিলির গুইলের্মো। ভারের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সেখান থেকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে ১২ মিনিট বাদেই গোল হজম করে আর্জেন্তিনা। অ্যালেক্সি স্যাঞ্চেজের গোলে সমতায় ফেরে চিলি।দ্বিতীয়ার্ধেও ফ্রিকিক থেকে মেসির শট পোস্টে লাগে। প্রাক বিশ্বকাপের লিগ টেবিলে ২ নম্বরে আছে আর্জেন্তিনা। একে ব্রাজিল।এরপর মঙ্গলবার কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেসিদের। সেদিনের ম্যাচেই দেখা যাবে ছন্দে ফিরতে পারে কিনা আর্জেন্টিনা ।