ভারতকে করোনা টিকা পাঠাতে চলেছে আমেরিকা, মোদিকে ফোন করে জানান কমলা হ্যারিস

ভারতকে করোনা টিকা পাঠাতে চলেছে আমেরিকা, মোদিকে ফোন করে জানান কমলা হ্যারিস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৪ জুন ২০২১ : ভারতকে করোনা ভাইরাসের টিকা পাঠাতে চলেছে আমেরিকা। মোদিকে ফোন করে এই কথা জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ফোনটি মার্কিন উদ্যোগেই করা হয়েছিল। মূলত কথা হয় টিকা বণ্টন নিয়ে। ফোনালাপের পর মোদি বলেন, ‘কিছুক্ষণ আগেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কথা হয়েছে।

বিশ্বব্যাপী টিকা সরবরাহের কর্মসূচির আওতায় ভারতেও প্রতিষেধক সরবরাহের যে আশ্বাস দেওয়া হয়েছে, তার প্রশংসা করছি।’ সঙ্গে তিনি বলেন, ‘টিকা নিয়ে ভারত-আমেরিকা সহযোগিতা আরও মজবুত করা এবং কোভিড-পরবর্তী বিশ্বের স্বাস্থ্য ও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়েও আমরা আলোচনা করেছি।’হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকার কমপক্ষে আট কোটি ডোজ পাঠাবে আমেরিকা। প্রথম দফায় বিশ্বে ২.৫ কোটি টিকার ডোজ দেওয়া হবে।

রাষ্ট্রসংঘের কোভ্যাক্সের মাধ্যমে ১.৯ কোটি ডোজ দেওয়া হবে। সেখানে ৭০ লাখ ডোজ ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশে পাঠাবে আমেরিকা। তাছাড়া কানাডা, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশে সরাসরি ৬০ লাখ ডোজ পাঠানো হবে জানানো হয়েছে। সূত্রের খবর, সেই পরিকল্পনার বিষয়ে জানানোর জন্যই এদিন মোদিকে ফোন করেন কমলা। সেইসঙ্গে মেক্সিকো, গুয়েতেমালা, ত্রিনিদাদ ও টোবাগোর মতো দেশেও কমলার ফোন যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top