নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা, ৪ জুন ২০২১: জগদ্দল থানার ভাটপাড়া থানার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর গভমেন্ট কোয়ার্টারে বিজেপি নেতা লালবাবু প্রসাদের বাড়িতে দুষ্কৃতীদের গুলি। বৃহস্পতিবার রাত ১১-৩০ মিনিট নাগাদ একটি গাড়ি ও কয়েকটি বাইকে চেপে দুষ্কৃতীরা হানা দিয়ে রাস্তার ধারে জানলার কাঁচ ভেঙে দেয়।

তারপর জানলা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা। জানলার কাঁচ ভেদ করে একটি গুলি টিভিতে লাগে। আরেকটি গুলি ঘরের দেওয়ালে লাগে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। জানা গিয়েছে, লালবাবু প্রসাদ বিজেপি শ্রমিক ইউনিয়ন মজদুর মোর্চার রাজ্যের সহ-সভাপতি। ঘটনার পর থেকে আতঙ্কে প্রসাদ পরিবার।