নিউটাউনে দিনে দুপুরে শুটআউটে গুলিবিদ্ধ পাঞ্জাব কুখ্যাত গ্যাঙস্টার ভুল্লার

নিউটাউনে দিনে দুপুরে শুটআউটে গুলিবিদ্ধ পাঞ্জাব কুখ্যাত গ্যাঙস্টার ভুল্লার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা , ৯ জুন ২০২১ : বুধবার দুপুরে হঠাৎ ই নিউটাউনে চললো গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পাঞ্জাব কুখ্যাত গ্যাঙস্টার জয়পাল সিং ভুল্লার। স্পেশাল টাস্কফোর্স এর কাছে গোপন সূত্রে খবর আসে পাঞ্জাবের একটি কুখ্যাত দুষ্কৃতী সাপুরজি পালনজির একটি আবাসনে লুকিয়ে রয়েছে , সেইমতো বেঙ্গল এসটিএফের একটি দল রেড চালাতে যায় কিন্তু গিয়ে ভেতর থেকে এসটিএফের আধিকারিকদের ওপর ফায়ারিং শুরু করে দুষ্কৃতীরা। এখন অব্দি সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দু’জন দুষ্কৃতী।

এবং আহত হয়েছেন একজন পুলিশকর্মী। বর্তমানে হাসপাতালেও চিকিতসাধীন রয়েছেন পুলিশকর্মী। উল্লেখ্য , ২০২১ এর মে মাসের লুধিয়ানায় ২ পুলিশকর্মীকে খুনের অভিযোগ রয়েছে ভুল্লার এর বিরুদ্ধে , এছাড়াও ২০১৭সালে এক বেসরকারি ব্যাঙ্ক ও লুঠ করার অভিযোগ সহ ১৫ টিরও বেশি কেস রয়েছে এই মোস্ট ওয়ান্টেড ভুল্লার এর বিরুদ্ধে। ২০১৬ সাল থেকেই পালিয়ে বেড়াচ্ছে ভুল্লার। অনেকদিন ধরেই ভুল্লার এর খোঁজে ছিল পুলিশ। জাতীয় স্তরের আথেলিট পাঞ্জাবের এই গ্যাংস্টার। অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। প্রসঙ্গত , ভুল্লার যে আবাসনে লুকিয়ে ছিল সেখানে বেশ কিছু উচ্চ পদস্ত পুলিশকর্মীরা থাকেন, সেই জায়গা থেকে কিভাবে গ্যাঙস্টাররা ওই আবাসনে ঘাঁটি গড়ল সেই নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি জানা গিয়েছে, বেশ কিছু দিন আগে মুর্শিদাবাদ থেকে বিশাল অস্ত্র উদ্ধার করা হয়েছিল এর পরেই সেই ধৃতদের সাথে কথা বলে ভুল্লারের খোঁজ পেয়েছিল পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top