নিউজ ডেস্ক , ১১জুন ২০২১: অবশেষে সব জল্পনার শেষ করে প্রকাশ্যে এল নুসরাতের বেবি বাম্পের ছবি। ছবিতে সাংসদ, অভিনেত্রী নুসরতের সঙ্গে দেখা যাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে । সঙ্গে রয়েছেন আরও এক মহিলা, তাঁর পরিচয় অবশ্য জানা যায়নি। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে ইন্ডাস্ট্রির এই দুই বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার দিনই লেন্সবন্দি হয়েছেন সাংসদ, অভিনেত্রী। সেখানেই সাদা লম্বা গাউনে নুসরতে বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে।

উল্লেখ্য , নুসরতের মা হতে চলার খবর ছড়িয়ে পড়লেও তাঁর হবু সন্তানের পিতৃপরিচয় এখনও অজানা। নুসরতের স্বামী নিখিল জৈন অবশ্য আগেই জানিয়েছেন তিনি অভিনেত্রীর সন্তানের বাবা নন। তাই এ নিয়ে অনুরাগীদের মনে প্রশ্নের শেষ নেই। এবিষয়ে নুসরত নিজেও এখনও মুখ খোলননি। আগামী সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান , এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।




















