নিউজ ডেস্ক , ১১জুন ২০২১: ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের পরিমাণ নিম্নমুখী । এই সংখ্যা আরো কমে হয়েছে ১১,২১,৬৭১ ।গত চব্বিশ ঘন্টায় সক্রিয় সংক্রমিতের পরিমাণ কমেছে ৪৬,২৮১।পর পর চারদিন ভারতে দৈনিক নতুন সংক্রমিতের সংখ্যা ১ লক্ষর কম। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১,৭০২জন । গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১,৩৪,৫৮০ জন। সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০হাজার ৭৩।

পর পর ২৯ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৪.৯৩%।সাপ্তাহিক সংক্রমিতের হার বর্তমানে ৫.১৪%।পরপর ১৮ দিন দৈনিক সংক্রমিতের হার ১০%র কম౼আজ এই হার ৪.৪৯%।নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭.৪২ কোটি।দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২৪ কোটি ৬০ লক্ষ টিকা দেওয়া হয়েছে।