নিউজ ডেস্ক, ১২ জুন, ২০২১ : ভারতে সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হয়ে ৬৩ দিন পর ১১ লক্ষের নিচে হয়েছে। এই সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। গত ২৪ ঘন্টায় দেশে সক্রিয়ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯৮১ তে নেমেছে। বিগত ৭০ দিন পর গত ২৪ ঘন্টায় সবচেয়ে কম ৮৪ হাজার ৩৩২ জন করানোয় আক্রান্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ১,২১,৩১১ জন।

বিগত ৩০ দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি।জাতীয় পর্যায়ে সুস্থতার হার আজ বেড়ে হয়েছে ৯৫.০৭ শতাংশ। এছাড়া সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ৫.৬৬ শতাংশ। দৈনিক আক্রান্তের হার বর্তমানে ৪.৯৪ শতাংশ।গত ১৯ দিন ধরে আক্রান্তের হার লাগাতারভাবে ১০ শতাংশের নিচে রয়েছে।এ পর্যন্ত সারা দেশজুড়ে ৩৭.৬২ কোটি নমুনা পরীক্ষা হয়েছে। দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে এ পর্যন্ত ২৪.৯৬ কোটি টিকা দেওয়া হয়েছে।