রাত পোহালেই জামাইষষ্ঠী, বাজারে আকাল ইলিশের

রাত পোহালেই জামাইষষ্ঠী, বাজারে আকাল ইলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ই জুন, ২০২১ :রাত পোহালেই জামাইষষ্ঠী । তবে জামাইষষ্ঠীতে সমথেকে বেশি চাহিদা ইলিশের থাকলেও এবারে করোনা সংক্রমণ, বর্ষা এক কোথায় সব মিলিয়ে কলকাতার বাজারে ইলিশের আকাল দেখা দিয়েছে। দেশজুড়ে বর্ষা আসার আগে বন্ধ থাকে ইলিশ মাছ ধরা। ইলিশের প্রজননের স্বার্থেই ৫০ দিন এই নিয়ম পালন করা হয়। এ বছরও এই নিয়মের অন্যথা হয়নি। ১৪ জুন এই নিয়ম উঠছে। অর্থাৎ ১৫ জুন থেকে ট্রলার নিয়ে সমুদ্রের যেতে পারবেন মৎস্যজীবীরা।

সেই কারণেই জামাইষষ্ঠীর আগে মাছের আকাল। উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের মাছ , যদি বাংলাদেশ গত বছর কয়েক হাজার টন মাছ পাঠিয়েছিল সৌজন্যবশেই। কিন্তু নিয়মিত এই মাছের যোগান বন্ধ। আপাতত আশার কথা, এই আ্রকালে মায়ানমার থেকে হাওড়ার বাজারগুলিতে কিছু মাছ এসেছে। তবে এই মাছগুলো কোল্ড স্টোরেজের তাজা মাছ নয় বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top