১৬ জুন ২০২১:মঙ্গলবারই ইউরো কাপের অভিযান শুরু করেছিল পর্তুগাল । আর প্রথম ম্যাচেই জোড়া গোল করে একগুচ্ছ রেকর্ড নিজের পকেটে পুরে ফেললেন সিআর সেভেন।হাঙ্গেরির বিরুদ্ধে প্রথমে কয়েকটি সুযোগ মিস করায় হতাশা বাড়ছিল সিআর সেভেনের। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করায় স্বস্তি এল।

ম্যাচের ইনজুরি টাইমে ফের গোল করায় জয় নিশ্চিত হল পর্তুগালের। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল কেরিয়ারের ঝুলিতে জমা হল একাধিক রেকর্ড।১১ গোল করে ইউরোতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন রোনাল্ডোর ঝুলিতে। টপকে গেলেন ফ্রান্সের কিংবদন্তী মিশেল প্লাতিনিকে। শুধু তাই নয় দেশের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই। জাতীয় দলের জার্সি গায়ে ১০৬তম গোল হয়ে গেল সিআরসেভেনের।



















