১৬ জুন ২০২১:এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দিয়েছিল, যার ফলে প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই সংস্থার। পল পোগবা সরালেন বিয়ারের বোতল। রোনাল্ডোর পর সাংবাদিক বৈঠকে এসে বোতল সরালেন ইটালির হয়ে জোড়া গোল করা লোকাতেল্লি। জলের বোতল সামনে রেখে ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দিলেন তিনি।
https://twitter.com/Abdul999_/status/1405294206713794567?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1405294206713794567%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Fuefa-euro-cup-2020-paul-pogba-removes-beer-bottle-manuel-locatelli-repeats-cristiano-ronaldos-gesture-dgtl%2Fcid%2F1287483
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ইটালির জয়ের নায়ক তিনি। তাঁর এমন কাজ কী প্রভাব ফেলে সেই দিকেই তাকিয়ে বিশ্ব।অন্য দিকে জার্মানি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে সামনে রাখা বিয়ারের বোতল সরিয়ে ছিলেন পল পোগবা। তাঁর সেই কাজের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর ধর্ম মদ্যপানের বিরুদ্ধে। সেই জন্যই এমন করেছেন বলে মনে করা হচ্ছে।



















