১৬ জুন ২০২১: ৭১ দিন পর দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ২০৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আরোগ্যলাভ করেছেন ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন। এই নিয়ে টানা ৩৫ দিন দৈনিক আক্রান্তের তুলনায় আরোগ্যের সংখ্যা বেশি।দেশে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে ৯৫.৯৩ শতাংশ হয়েছে।

সাপ্তাহিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসে বর্তমানে ৩.৯৯ শতাংশে দাঁড়িয়েছে। এই নিয়ে টানা ১০ দিন দৈনিক সংক্রমণের হার ৩.৪৮ শতাংশ রয়েছে। করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত মোট ৩৮ কোটি ৫২ লক্ষ নমুমা পরীক্ষা করা হয়েছে। দেশব্যাপি টিকাকরণ অভিযানের আওতায় এ পর্যন্ত ২৬ কোটি ৫৫ লক্ষেরও বেশি ব্যক্তিকে টিকার ডোজ দেওয়া হয়েছে।



















