১৮ জুন ২০২১ :খেলার শুরু থেকেই মাঠে ঝড় তুলল ব্রাজিল। পেরুকে ৪-০ গোলে হারিয়ে দিলেন নেইমাররা। খেলার বারো মিনিটে অ্যালেক্স স্যান্ড্রোর গোলে এগিয়ে যায় সেলেকাওরা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। আটষট্টি মিনিটে ব্যবধান দুই শূন্য করেন নেইমার। বাকি দুটি গোল এভার্টন আর রিচার্লিসনের।কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোপা আমেরিকাকে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। টানা ৮ ম্যাচ অপরাজিত নেইমরাররা। ৮ ম্যাচে ২৬ গোল করেছে তিতের ছেলেরা।
https://twitter.com/CopaAmerica/status/1405720664066166784
এ দিনের গোলের সুবাদে জাতীয় দলের হয়ে ৬৮ গোল করে ফেললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিংবদন্তী পেলেকে ধরতে আর মাত্র ৯ ধাপ দূরে তিনি। নেইমারের খেলা দেখে উচ্ছ্বসিত পেলে সোশ্যাল নেটওয়ার্কে বলেন, “আমি এই ছেলেটাকে সবসময় হাসতে দেখি। পাল্টা না হাসাটা অস্বাভাবিক। এটা যেন ছোঁয়াচে। প্রত্যেক ব্রাজিলিয়ানদের মতো আমিও ওকে খেলতে দেখে আনন্দ পাই। আজ ও আরও আমার রেকর্ডের কাছে এসে দাঁড়াল। ওকে দেখে প্রথম দিনের মতোই প্রাণবন্ত মনে হয়।”



















