২০২১ এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কিভাবে মূল্যায়ন করা হবে জেনে নিন

২০২১ এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কিভাবে মূল্যায়ন করা হবে জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৮ জুন ২০২১ : করোনা আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু জানা গিয়েছে জুলাই মাসের শেষ দিকেই ফল ঘোষণা করা হবে। কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন করা হবে তা শুক্রবার মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠকে জানাল। নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।


পাশাপাশি, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতিও জানিয়েছে শিক্ষা সংসদ। জানানো হয়েছে, ‘২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। জানানো হয়েছে, ‘দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। ইতি মধ্যেই সাংবাদিক বৈঠকে ২০১৯সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সব তথ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক ফল ঘোষণার জন্য। এবং যদি সব পদ্ধতি সঠিকভাবে সময়ের মধ্যে এগোয় তাহলে জুলাই মাসের মধ্যেই ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top