২১ জুন, ২০২১ :চিলি ফুটবল টিম হোটেলে বেশ কয়েকজন অপরিচিত মহিলার সঙ্গে সারারাত পার্টি করেন চিলির ৬ ফুটবলার। এমনটাই অভিযোগ উঠেছে। সঙ্গে ছিলেন চিলির টেকনিক্যাল ডিরেক্টরও। দেশে ক্রমশ সংক্রমিতের সংখ্যা বাড়ছে।এর মধ্যে করোনার ঝুঁকি নিয়েই কোপা আয়োজন করছে ব্রাজিল।এর মধ্যেই করোনা বিধি অমান্য করে অপরিচিত মহিলাদের টিম হোটেলে ডেকে কোভিড বিধি লঙ্ঘন করেন চিলির ফুটবলাররা। সরকারি ভাবে চিলির ফুটবলারদের নাম প্রকাশ্যে না এলেও, জানা গিয়েছে ভিদাল, ভারগাস, মেডেল, পাবলো গালদামেজ, পাবলো আরাঙ্গুইজ এবং জিন মেনেসেস সেই পার্টিতে ছিলেন।

চিলির টেকনিক্যাল ডিরেক্টর মার্টিন লাসার্তে এই ঘটনায় জড়িত থাকায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে চিলির ফুটবল ফেডারেশন।এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। অভিযোগ সত্যি প্রমাণিত হলে, অভিযুক্তদের দেশে ফেরত পাঠাবে চিলি।কয়েকদিন আগেই বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতার পর চিলির টিম হোটেলে বাইরে থেকে এক হেয়ারড্রেসার নিয়ে আনেন ভিদাল আর মেডেল। কোভিড বিধি লঙ্ঘন করায় তাদের বড়সড় আর্থিক জরিমানাও করে কনমেবল। এর পরে অপরিচিত মহিলাদের ঘরে নিয়ে আসা যদি সত্যি হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই সূত্রের খবর।