২১ জুন ২০২১: অলিম্পিক শুরু হওয়ার পর থেকে এই প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের ওয়েটলিফটার লরেল হুবার্ড।যদিও এই নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে , তবে এরই মধ্যে সোমবার টোকিও অলিম্পিক অ্যাথলেট হিসাবে নির্বাচিত হয়েছেন লরেল হুবার্ড।নিউজিল্যান্ডের অলিম্পিক কমিটির প্রধান কেরেইন স্মিথ জানিয়েছেন, ৪৩ বছর বয়সী লরেল হুবার্ড ছেলে থেকে মহিলায় রূপান্তরিত হয়েছেন।অলিম্পিকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটিদের অংশ গ্রহণের জন্য নির্দিষ্ট নিয়মানুবলী পার করেছেন লরেল হুবার্ড।

২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। সেখানে মহিলাদের ৮৭ কেজি বিভাগের ওয়েটলিফটারে অংশ নেবেন হুবার্ড।২০১৫ সালে ইন্টারন্যাশনাল অলম্পিক কমিটির নিয়মানুযায়ী কোনও ট্রান্সজেন্ডার অ্যাথলেট তখনই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, যখন তাঁর শরীরে স্টেটস্টেরনের মাত্রা প্রতি ১০ন্যানোমোলসের নিচে থাকবে।সেই যোগ্যতা মাত্রায় নিউজিল্যান্ডের লরেল হুবার্ড উত্তীণ হয়েছেন। লরেল হুবার্ড জানিয়েছেন, কঠিন সময়ে দেশের মানুষ এবং অলিপম্পিক কমিটির থেকে সহযোগিতা পেয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ।২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সিলভার মেডেল জিতেছিলেন তিনি। কিন্তু, ২০১৯ সালে চোটের কারণে ষষ্ঠ স্থান দখল করেন লরেল হুবার্ড ।