২২ জুন ২০২১: অনেকেই রয়েছেন যাদের মাঝে মধ্যেই ত্বকের সমস্যায় নাজেহাল হয়ে পড়তে হয়। নানা ডার্মাটোলজিকে দেখিয়েও সমস্যার সমাধান হয়ে না। তবে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া টোটকা আর চিন্তামুক্ত হন ত্বকের সমস্যা থেকে। একনজরে জেনে নিন কিভাবে মুক্তি পাবেন চুলকানির সমস্যা থেকে।
১ ) অনেকসময় ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে গেলেও চুলকানি বা র্যাশের সমস্যা হতে পারে। ত্বকের সেই রুক্ষ, শুষ্ক জায়গা যেখানে র্যাশ হয়েছে সেখানে পুরু করেন নারকেল তেল লাগাতে পারেন। এর প্রভাবে ত্বক ময়শ্চারাইজড থাকে।

২) স্নানের সময় জলে বেকিং সোডা কিংবা এপসম সল্ট মিশিয়ে স্নান করতে পারেন। এর প্রভাবেও ত্বকের বিভিন্ন র্যাশ, অ্যালার্জি দূর হয়।
৩) যে জায়গায় র্যাশ হয়েছে সেখানে ঠাণ্ডা কিছু লাগান। যেমন- বরফের টুকরো, ঠাণ্ডা জল এইসব দিলে আরাম পাবেন।

৪)টি ট্রি অয়েলও সমস্ত রকম স্কিন র্যাশ নিরাময়ে দারুণ ভাবে কাজ করে। সরাসরি টি ট্রি অয়েল র্যাশ বা অ্যালার্জি কিংবা চুলকানি, লাল হয়ে যাওয়া জায়গায় লাগান। কোনও রকম ক্রিম বা অন্য তেলের সঙ্গে মেশাবেন না।
৫)অ্যাপেল সিডার ভিনিগারও ত্বকের র্যাশ দূর করতে সাহায্য করে।
৬) ত্বকের প্রায় সব সমস্যারই সমাধান রয়েছে এই অ্যালোভেরায়। তাই যেসব অংশে র্যাশ, অ্যালার্জি বা চুলকানি রয়েছে, সেখানে অ্যালোভেরা জেল লাগালে আরাম পাবেন।

৭)স্নানের সময় ওটমিল দিয়ে স্ক্রাবার বানিয়ে নিয়মিত স্ক্রাব করুন। এর ফলে র্যাশ, অ্যালার্জি, চুলকানি, জ্বালাভাব এগুলো দূর হবে।
তবে অব্যশই যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। ভালো থাকুন।