কোলকাতা:- আজ তৃণমূল ভবনে সৌগত রায় ও রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু রায় কে নিয়ে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রকে আবার তোপ দাগলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যু নিয়ে। সৌগত রায় বলেন প্রাক্তন মুখ্য সচিব কে নিয়ে কেন্দ্রীয় সরকার প্রতিশোধমূলক আচরণ করছে।

পশ্চিমবঙ্গে বিজেপির লজ্জাজনক হারের পর বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্মকে বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন। কোভিদ অতিমারীতে কাজ করার সময় কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। ডিরেক্টর অফ পার্সোনাল ট্রেনিং এটি একটি প্রধানমন্ত্রীর দপ্তর প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে এই কাজ হচ্ছে বলে তৃণমূল ভবন থেকে সরাসরি তোপ দাগলেন সৌগত রায়।