বাগুইহাটি:- বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে বাগুইআটি থানায় ডেপুটেশন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি প্রিয়াঙ্কার টিব্রেওয়াল।

রাজ্যের অধিকাংশ জায়গায় ভোট-পরবর্তী হিংসার কারণে ঘরে ফিরতে পারছে না বহু বিজেপি কর্মী। একই চিত্র রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। আজ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের নিয়ে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল থানায় একটি ডেপুটেশন জমা দেয় যাতে সে সমস্ত বিজেপি কর্মীরা যারা বহুদিন ঘরছাড়া রয়েছে তারা তাদের ঘরে ফিরতে পারে এবং শান্তিতে বসবাস করতে পারে। পাতাপাতি তিনি জানান রাজ্যের অধিকাংশ জায়গায় বিভিন্ন থানায় বিজেপি কর্মীদের নামে মিথ্যে কেস দেওয়া হচ্ছে সেই কারণে বিভিন্ন থানার আইসি/ওসি এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নামে মামলা করা হবে।