২৩শে জুন, ২০২১ :সদ্য সোশ্যাল ওয়ালে গোবিন্দার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। সেখানে গোবিন্দার সঙ্গে ডিনার করার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।অঙ্কুশের শেয়ার করা ছবিতে গোবিন্দা ছাড়াও ছিলেন তাঁর ছেলে যশবর্ধন আহুজা এবং অভিনেত্রী তথা অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেন। সূত্র মারফত জানা গিয়েছে মুম্বইতে গোবিন্দার বাড়িতেই গিয়েছিলেন তাঁরা।

সেখানে একসঙ্গে আড্ডা, ডিনারও করেছেন। সোশ্যাল ওয়ালে তিনিও গোবিন্দার সঙ্গে সময় কাটানোর মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন। উল্লেখ্য,রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখা যায় গোবিন্দা এবং অঙ্কুশকে। গোবিন্দা বিচারকের দায়িত্ব পালন করেন। আর অঙ্কুশ সঞ্চালক। একসঙ্গে কাজ করতে গিয়েই গোবিন্দার সঙ্গে দারুণ সম্পর্কও তৈরি হয়েছে নায়কের।