২৩শে জুন, ২০২১ :
লাহোররের হাফিজ সইদের বাড়ির কাছেই এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন ১৬ জন, এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে লাহোরের জোহর টাউন এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষ সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের অনেক বাড়িই ক্ষতিগ্রস্ত হয়। বহু বাড়ির জানালার কাচ, দেওয়াল ভেঙে যায়। ওই এলাকায় রয়েছে বেশ কিছু শোরুম, ব্যাঙ্ক ও হাসপাতাল।
A blast in a car near expo centre #Lahore.. pic.twitter.com/6AIxB7lGWn
— Khurram Iqbal (@khurram143) June 23, 2021
একটি গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। কটি বাড়ির সামনে গাড়িটি রাখা হয়েছিল। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।