২৪শে জুন, ২০২১ :ছোট্ট ইউভানকে এখন থেকেই গাড়ি চালানো শেখাচ্ছেন রাজ! এরকমই একটি ভিডিও রাজ চক্রবর্তী শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যন্ডেলে। মাত্র সাড়ে ন’মাস বয়সেই গাড়ির স্টিয়ারিং ধরে ফেলল সে। অর্থাৎ ইউভান। পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সন্তান।

রাজের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির ড্রাইভিং সিটে তিনি বসে রয়েছেন। তাঁর কোলে ইউভান। গাড়ির স্টিয়ারিং ধরে বেশ মজা পেয়েছে সে। রাজও ছেলের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পেরে খুশি।রাজ লিখেছেন, ‘আমার ছোট্ট ছেলে দু চাকা থেকে চার চাকায় চলে গিয়েছে এখন। সাড়ে ন’মাস বয়সেই গাড়ি চালাতে শিখছে।’ নেহাতই মজা করে ছেলের গাড়ি চালানোর কথা লিখেছেন রাজ।