সল্টলেক:- করোনার সেকেন্ড ওয়েভে কন্টেনমেন্ট জোন করা হল সল্টলেকের বি এফ ব্লককে। একই পরিবারের ৫ জন এবং অন্য একটি বাড়িতে একজন করোনা আক্রান্ত হওয়ায় এলাকাটিকে মাইক্রো কনটাইন্মেন্ট জোন ঘোষণা করে রাজ্য সরকার।

তার জেরেই আজ সেই এলাকা ঘিরে ফেলে যাতায়াত বন্ধ করে দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। এই এলাকায় বিধাননগর পৌরণিগমের পক্ষ থেকে সানিটাইজ করা হবে এবং রেপিড টেস্ট করা হবে বলে জানান ডিসি বিধাননগর উমেশ গণপাত।