২৬ জুন, ২০২১ : ভুঁয়ো ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ মিমি চক্রবর্তী।জানা গিয়েছে , তাঁর পেটে ব্যথা রয়েছে। একইসঙ্গে ডিহাইড্রেশনের সমস্যাও দেখা দিয়েছে। রক্তচাপও বেশ কিছুটা কম রয়েছে।শনিবার বাড়িতেই অভিনেত্রীর রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য , কয়েকদিন আগে কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকেই ‘টিকা’ নিয়েছিলেন মিমি চক্রবর্তী।

সেখানেই ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকে না মেলায় তিনিই প্রতারক দেবাঞ্জন দেবের পর্দা ফাঁস করেন। এরপরই জন সাধারণের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার বার্তাও দেন তিনি। এরপরই শনিবার ভোর রাত থেকে শরীরে অসুস্থতা বোধ করেন অভিনেত্রী। শুক্রবার ভোর রাতে চিকিৎসককে বাড়িতে ডাকতেও হয়েছিল বলে জানা গিয়েছে। আপাতত অভিনেত্রী বাড়িতেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন বলে জানা গিয়েছে।