২৬ জুন, ২০২১ : ২৬ জুন সচেতনতা গড়তে বিশ্ব জুড়ে পালিত হয় মাদক বিরোধী দিবস। রাষ্ট্রসঙ্ঘ এদিনটি নির্ধারণ করেছে। এ দিনের প্রধান উদ্দেশ্য হল মাদক সেবন ও পাচারের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তা প্রতিরোধের ব্যবস্থা করা। মাদকমুক্ত এক পৃথিবী গড়ে তোলাই এ দিনের স্বপ্ন ও সঙ্কল্প।

এদিনটির এই বছরের থিম হল, শেয়ার ফ্যাক্টস অন ড্রাগস্ , সেভ লাইভস। অর্থাৎ , মাদক সংক্রান্ত ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকা। প্রতি বছর ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম এর তরফ থেকে একটি রিপোর্ট তৈরি করা হয়। এই রিপোর্ট টিরনাম ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট। সেই রিপোর্টে মাদক সংক্রান্ত নানা তথ্য থাকে, থাকে মাদকাসক্তি সংক্রান্ত নানা জরুরি তথ্যও। এর উপর ভিত্তি করেই পরবর্তী অনেক পরিকল্পনা করা হয়।