কোলকাতা:- ভুয়ো টিকাকরণ কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবে সহ আরও তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা অনুসারে খুনের চেষ্টা মামলা করার অনুমতি দিল আদালত। আজ ওই টিকাকরণ কাণ্ডে অভিযুক্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করে। তাদের কে আজ আলিপুর আদালত তোলা হলে তাদের আগামী দোসরা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ভুয়ো টিকাকরণ কান্ড তদন্তে নেমে দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করে বারাসাত থেকে ৩১ বছরের রবিন শিকদার। বিধান নগর থেকে ৫৪ বছরের সুশান্ত দাস এবং কলকাতা র তালতলা থেকে ৪৪ বছরের সান্তনু মান্নাকে গ্রেফতার করে পুলিশ ।এরা দেবাঞ্জন দেবের সহযোগী হয়ে ভ্যাকসিন এবং অন্যান্য আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ আদালতকে আজ জানায়। ভুয়ো ভ্যাকসিন মানুষকে দেওয়ার জন্য পুলিশের আবেদন মেনে নিয়ে এদের বিরুদ্ধে আই পি সি র ৩০৭ ধারা মামলার নির্দেশ দিল আদালত বলে জানালেন সরকারের আইনজীবী সৌরেন ঘোষাল।