নিউটাউন:- কেষ্টপুর মিশন বাজারে সোনার দোকানে অভিনভ কায়দায় ছিনতাই।দোকানের ভিতর থেকে ছিনতাই বেশ কয়েকটি চেন ও বেশ কয়েকটি সোনার আংটি।চেন কেনার নাম করে দুজন ঢোকে বেশকিছুক্ষণ চেন দেখে।

এর পর একটি চেন পছন্দ করে তার জন্য পাঁচ হাজার টাকা দেয়।এর পর দোকান মালিক যখন বিল বই বার করতে যায় তখন ওই চেন ও আংটি নিয়ে চম্পট দেয়। এর পর খবর দেওয়া হয় নিউটাউন থানায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।ওই দুজন সল্টলেকের নয়াপট্টির দিক থেকে এসেছে বলে সূত্রের খবর।