২৯ জুন ২০২১ : টোকিও গেমসের বক্সিংয়ে শীর্ষবাছাইতে ভারতীয়দের অধিকাংশ। ভারতীয় বক্সার টোকিও গেমসে নামবেন, তাঁদের মধ্যে আট বক্সারই প্রথম দশ বাছাইয়ের মধ্যে ঢুকে পড়েছেন। যা এর আগে কখনও হয়নি।সোমবার একটি র্যাঙ্কিং তালিকা প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী ৫২ কেজি বিভাগে বক্সার অমিত পাঙ্ঘাল হলেন অলিম্পিকের শীর্য বাছাই।

মেয়েদের ৫১ কেজি বিভাগে মেরি কম সাত নম্বর বাছাই। মেয়েদের ৬০ কেজি বিভাগে সিমরনজিত্ কৌর চতুর্থ বাছাই। ৬৯ কেজিতে পাঁচ ও ছয়ে রয়েছেন লভলিনা বোরগোহেইন, পূজা রানি।সাম্প্রতিক ফর্মের বিচারে ভারতীয় অ্যাথলিটরা দারুণ জায়গায় রয়েছেন।



















