২৯ জুন ২০২১ :
দেশে আসতে চলেছে মার্কিন টিকা মডার্না। দেশে মডার্নার করোনা টিকা আনতে চেয়ে ডিসিজিআই অনুমোদন চেয়েছে ফার্মা সংস্থা সিপলা। সূত্রের খবর, ২৮ জুন এই আবেদনপত্র ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে জমা দিয়েছে সিপলা।সিপলা জানিয়েছে এখনও করোনা প্রতিষেধক আমদানি নিয়ে চূড়ান্ত কোনও চুক্তি হয়নি।

এর আগেও মার্কিন টিকা ফাইজ়ারের জন্য একই ধরনের আবেদন জমা পড়েছিল।বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ-ও জানা গিয়েছিল, কেন্দ্রের সঙ্গে ফাইজ়ারের চুক্তিও অনেকটাই এগিয়েছে।প্রসঙ্গত , গত বছর নভেম্বরের ৩০ তারিখ তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রকাশ্যে এনেছিল মডার্না। যেখানে ৯৪.১ শতাংশ কার্যকরিতার দাবি তুলেছিল ওই সংস্থা। মডার্নাকে আমেরিকা প্রথম আপদকালীন অনুমোদন দেয় ১৯ ডিসেম্বর। কানাডা অনুমোদন দেয় ২৩ ডিসেম্বর। এরপর অনুমোদন দেয় ইউরোপীয় এজেন্সিও। এবার ভারতেও অনুমোদন পাওয়া যাবে কিনা সেটাই সময়ের অপেক্ষা।