৩০ জুন, ২০২১:সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন কিন্তু ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার।পাশাপাশি , নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহও। দু’জনই এই মুহূর্তে মুম্বইয়ের একই হাসপাতালে ভর্তি রয়েছেন। নাসিরুদ্দিন শাহের ফুসফুসে ধরা পড়েছে সংক্রমণ, জানিয়েছেন অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহ।

পরীক্ষায় এখনও পর্যন্ত কোভিড সংক্রমণের চিহ্ন মেলেনি। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। গত দুই দিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন নাসিরুদ্দিন। ফুসফুসে একটি দাগ দেখা যাওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির প্রয়োজন করা হয়। যদিও অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।