
কোলকাতা:- কসবা কান্ড নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষ। নীল বাতি নিয়ে শুধুমাত্র কলকাতা নয় গ্রামেও দেখা যায়। তাদের মধ্যে অনেক ফেক রয়েছে।
ভ্যাকসিন কাণ্ডে উপরমহলের যোগাযোগ না থাকলে কখনোই এ ধরনের বেআইনি কাজ করা যায় না। আমরা চাই এ ধরনের বেআইনি অফিসার দের খুঁজে বের করুক রাজ্য সরকার।
গুজরাটে কখনো টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয় না। এখানে টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়। গুজরাটে কখনো ভুয়া আই এস থাকে না। মুখ্যমন্ত্রীর আগে নিজের ঘর সামলান। তারপর ভ্যাকসিন নিয়ে গুজরাটের উপরে দায় চাপাবেন। পুরো সরকারটা জালি হয়ে গেছে। জালি নিয়ে সরকার চলছে। কাউকে বিশ্বাস করা যায় না। মুখ্যমন্ত্রী নিজেই কিছু বোঝেন না। ভাবনা চিন্তা করে কথা বলা উচিত ওনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভুলে যাবেন না।
চাকরির জন্য কেউ কেউ 7থেকে 8 লাখ টাকা দিয়েছেন। কিন্তু কেউ চাকরি পান নি। এমনকি অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এর দায় কার ?