১ জুলাই ২০২১ : ১০০ -এ পা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশের সব চেয়ে প্রাচীন বিশ্ব বিদ্যালয় ঢাকা বিশ্ব বিদ্যালয়। ১৯২১ সালের জুলাই মাসের প্রথম দিন, ১ তারিখে এর প্রতিষ্ঠা। স্বাধীনতা-পর্বে ভারত ভাগের পরে এই প্রতিষ্ঠানের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। তবে যে ভাবনা থেকেই এই প্রতিষ্ঠান গড়ে উঠুক প্রথম থেকেই পূর্ব ও পশ্চিম দুই বাংলার বাঙালির সঙ্গেই এর নিবিড় যোগ ছিল।

১৯৩৬ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করল জগদীশচন্দ্র বসু, যদুনাথ সরকার, শরত্চন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরবর্তী কালে এই বিশ্ব বিদ্যালয় থেকে যাঁরা পড়ে বেরিয়েছেন, তাঁদের মধ্যে বাঙালি সম্ভবত সব চেয়ে বেশি আলোড়িত হন বুদ্ধদেব বসুকে নিয়ে। এছাড়াও তালিকা দীর্ঘ ও উজ্জ্বল। কবি অজিত দত্ত। অর্থনীতিবিদ ও পরে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী তথা অধ্যাপক অশোক মিত্র। মনস্বী ভবতোষ দত্ত। তাই বাঙালি ঠেলকে শুরু করে প্রত্যেকের কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের জায়গা।