সল্টলেক:- বাংলার রূপকার বিধান চন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবস ও ৬০ তম প্রয়াণ দিবস পালন করা হলো বিধান নগরে।

বিধান নগরের ময়ূখ ভবন মোড়ে বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন বিধান নগরের বিধায়ক সুজিত বোস, নিউটাউন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জী, বিধান নগর পৌর নিগমের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী সহ সব কোর্ডিনেটর।



















