সল্টলেক:- দিলীপ ঘোষ নিয়ে সৌগত রায়ের প্রতিক্রিয়া বিধাননগর পৌর নিগমের উদ্যোগে একটি রক্তদান শিবিরে আসেন সাংসদ সৌগত রায়।‘যেই নেতাদের কাটমানির সম্পর্ক আছে তাদের বাড়িতে ইডি দিয়ে ছাপ্পা মারানো উচিত’ এই বিষয় নিয়ে বলেন।এরকম তো ইডি সিবিআই দিয়ে ভয় অনেক দিলীপ ঘোষ দেখিয়েছেন। কিছু হয়নি। হেরে যাওয়ার পর এদের লজ্জা হয়না। এখনও উনি বিবৃতি দিয়ে যাচ্ছেন। দেবানজন দেবের ঘটনা দুঃখজনক এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন এবং এ নিয়ে দিলীপ ঘোষকে মাথা ঘামাতে হবে না।‘সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্রডরা ঘুরে বেড়াচ্ছে’ এই প্রসঙ্গে বলেনএসব তো হেরে যাওয়ার পর সবাই বলে।

ওর বলার কি গুরুত্ব আছে? সুতরাং এসব বাজে কথা অবাস্তব অবান্তর কথা।‘রাজ্য সরকার যে সমস্ত দুর্নীতি করে বেড়াচ্ছে বিরোধীরা সেটা বলতে গেলে মারা হচ্ছে ও রাজ্যপাল বলতে গেলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে’ এই বিষয়ে বলেনরাজ্যপাল যদি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত হয় সেটা আমরা বলবো। আর প্রতিবাদ করলে আমরা মারধর করায় বিশ্বাস করিনা আর করিও না। গণতান্ত্রিক ভাবে আমাদের বিরোধিতা করলে আমাদের কোনও প্রবলেম নেই।‘তৃনমূল কোনও সত্যি কথা বলে না’ এই প্রসঙ্গে বলেন।এসব বাজে কথা বলে লাভ নেই। দিলীপ ঘোষের কথা কেউ বিশ্বাস করে না।প্রতিদিন রাজ্যের বিরুদ্ধে তোপ দাগছেন দিলীপ ঘোষ এই প্রসঙ্গে তিনি বলেন, হেরে গেছে। পদত্যাগ করা উচিত ছিল পদত্যাগ করেনি। এখনও ক্ষমতা আকড়ে রয়েছে। ওই সকাল বেলা হাঁটে আর বক্তব্য রাখে। ওদের আর কোনও গুরুত্ব নেই। হেরে যাওয়া পার্টির বক্তব্যের কোনও গুরুত্ব নেই।



















