কোলকাতা:- সরকার সমস্ত জায়গায় বাঁচার চেষ্টা করছে। এসএসসি কাণ্ডে মন্তব্য দিলীপ ঘোষের। রাজ্য সরকার নীতিহীন দুর্নীতি পরায়ন কাজ করছে। তা প্রমাণ হয়ে গিয়েছে। শুধুমাত্র দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। মানুষের কাছ থেকে হাইকোর্টে রাজ্য সরকারের মুখ ফুটেছে। টাকা না পেয়ে অনেকে আত্মহত্যা করেছেন। যারা টাকা নিয়েছেন তাঁদেরকে ঘেরাও করা উচিত সেই সময় এখন চলে এসেছে। বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

হাইকোর্টে ভোটের পরবর্তী হিংসা নিয়ে মামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, সরকার বারবার বলছিল ভোটের পরে কোন হিংসা হয়নি তা মিথ্যা প্রমাণ হলো শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বাংলায় অরাজগতা চলছে। সরকার দায়িত্ব থেকে পালিয়ে যাবার চেষ্টা করছে।



















