০২ জুলাই, ২০২১:কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ। দেশে গত ২১ জুন থেকে সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে। টিকার যোগানের ভিত্তিতে টিকাকরণ অভিযানের গতি ও পরিধি বেড়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম টিকার ডোজ সরবরাহ করা হচ্ছে, যাতে তাঁরা টিকাকরণের পরিকল্পনা প্রস্তুত করতে পারে।
দেশ জুড়ে টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে ভারত সরকার বিনামূল্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টিকার ডোজ সরবরাহ করে আসছে। সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানের নতুন পর্যায়ে কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে ৭৫ শতাংশ টিকা সংগ্রহ করে তা বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করছে।

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার ৩৩ কোটি ৬৩ লক্ষ ৭৮ হাজার ২২০টি টিকার ডোজ সরবরাহ করেছে। এছাড়াও, রাজ্যগুলি উৎপাদক সংস্থার কাছ থেকে সরাসরি টিকা সংগ্রহ করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, অপচয় হওয়া টিকার ডোজ সহ ৩৩ কোটি ৭৩ লক্ষ ২২ হাজার ৫১৪টি টিকার ডোজ ব্যবহৃত হয়েছে। এদিকে আগামী তিন দিনে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৪৪ আরও ৪৪ লক্ষ ৯০ হাজার টিকার ডোজ সরবরাহ করা হবে।