প্রভাবশালীর সাথে দেবাঞ্জনের ছবি আছে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত ও গ্রেফতার করা উচিত বলে জানালেন দিলীপ ঘোষ

প্রভাবশালীর সাথে দেবাঞ্জনের ছবি আছে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত ও গ্রেফতার করা উচিত বলে জানালেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউটাউন:-
দেবাঞ্জন কান্ডে প্রতিদিনই গ্রেফতার করা হলে যেসব প্রভাবশালীর সাথে দেবাঞ্জনের ছবি আছে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত ও গ্রেফতার করা উচিত বলে জানালেন দিলীপ ঘোষ। আসল দোষীকে আড়াল করা হচ্ছে। একসাথে অনুষ্ঠান করেছেন। সবাই সব জেনেশুনেই এই কাজ করেছে।

রাজ্যে আইনশৃঙ্খলা নীতি, পরম্পরা নেই। একজন লোক আমাদের পার্টি থেকে জিতে অন্য পার্টিতে জয়েন করেছে। তাকে একটি কমিটির চেয়ারম্যান করা হবে। এটা কি সংসদীয় পরম্পরা। এই সরকার চালাকি দিয়ে শুরু করেছে। আমরা এর প্রতিবাদ করব বলে জানান তিনি। রাজ্যের কার্যকারিনী সভাতে এই নিয়ে প্রস্তাবও নেওয়া হয়েছে।

মুকুল রায় রাজ্যের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাধারণ মানুষের কাছে কি উদাহরণ তৈরি করছেন? রাজনীতি থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে বলেই মানুষ রাজনীতি সম্পর্কে আগ্রহ হারাচ্ছে।

মালদহে বিজেপি কর্মীদের অভিযোগ সম্পর্কে বলেন যারা দলে থেকে দলবিরোধী কাজ করছেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া সম্ভব।

আইনমন্ত্রীর অফিসে কিছুই চুরি হয়নি। যে কোনো সময়ে সিবি আই তল্লাশি হতে পারে তার থেকে বাঁচতেই এই গল্প সামনে আনা হয়েছে বলে তার অভিযোগ।

লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করার দাবি ফের জানালেন দিলীপ ঘোষ। সাধারণমানুষ ভোগান্তির শিকার হচ্ছে। যা বাস চলছে তা পর্যাপ্ত নয়। পেট্রোলের দাম যেমন বেড়েছে তেমন আবার কমবে বলে দাবি দিলীপের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top