উত্তর ২৪ পরগনা:- হাবড়া থানার ঝরঝরিয়াতলার বাসিন্দা তন্ময় সরকার ,বয়স ৩২, নামক যুবক থেকে একটি চারচাকা গাড়ি ভাড়া করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হাবড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেগঙ্গার বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্য নিজের চারচাকা টি ১৪ হাজার টাকা মাসিক ভাড়া বাবদ তনময় কে ভাড়া দেয়। কিন্তু, তিন মাস ভাড়া ঠিকঠাক দেবার পর তনময় আর গাড়িটিকে ফেরত দেয়নি ও ভাড়াও দেয় না।

এরপর গত ২৮ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বনাথবাবু অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে হাবরা ঝরঝরিয়া থেকে তনময় সরকারকে গ্রেফতার করে, অভিযুক্তকে আটক করার পর তনময় এর বয়ান অনুযায়ী কল্যাণী পৌরসভা মোর এলাকা থেকে উদ্ধার হয় চারচাকা গাড়িটি।শনিবার অভিযুক্ত তন্ময় সর্কার বারাসাত আদালতে পাঠানো হবে।