উত্তর ২৪পরগণা:- উত্তর 24 পরগনা জেলায় 6 টি জায়গায় বসছে অক্সিজেন প্লান্ট তারই পরিদর্শনে শনিবার হাসপাতাল চত্বরে আসেন জেলাশাসক সুমিত গুপ্তা। জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখার্জি, এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হাবরা ওয়ান বিডিও জয়েন্ট বিডিও হাবড়া থানার আইসি সহ স্বাস্থ্যের একাধিক অধিকর্তারা।

হাবরা হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে মূলত সেই প্লান্ট পরিদর্শনে আসেন এছাড়া হাবরা শহরের কনটেইনমেন্ট জোন পরিদর্শন করেন। জেলার মধ্যে ঠিকঠাক ভ্যাক্সিনেশন হচ্ছে কিনা তাও পরিদর্শন করেন এদিন জেলাশাসক।
এদিন তিনি জানায়, জেলায় খুব দ্রুতগতিতে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। প্রথম ও দ্বিতীয় ডোজ এর মধ্যে যে সময়ের ব্যবধানে দেওয়ার কথা আগে দ্বিতীয় ডোজ বেশি করে দিতে হবে। এছাড়া অক্সিজেন প্লান্টের ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই প্ল্যান্টগুলো চালু হবে। বাইরের রাজ্য থেকে বিজি সেট আসলেই প্ল্যান্টগুলো চালু হয়ে যাবে খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। পাশাপাশি জেলায় কোভিড পজিটিভ কেস অনেক কমে এসেছে, মানুষকে সচেতন হয়ে থাকলে আমরা খুব শীঘ্রই কোভিডের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ এড়িয়ে যেতে পারবো। এছাড়াও জেলায় ডেঙ্গুর প্রকোপ গতবারের থেকে কমতে শুরু করেছে মানুষ সচেতন হলে আমরা দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো।