উত্তর ২৪পরগণা:- করোনা ভারতবাসীকে বুঝিয়েছে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা।গত কয়েকদিন আগে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিতে আর্থিক সহায়তা প্রকল্পে গ্রামীণ ভারতের উপর জোর দিয়েছে কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে অশোকনগর বিধানসভার গ্রামীন এলাকায় ১২০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন হল।
টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে হারিয়েছিলেন দিদি কে। এক সময় ট্রেনে হকারী করে নিজের পড়াশোনা চালিয়েছেন ।ফলে অভাবটা তিনি হাড়ে হাড়েই বোঝেন । বোঝেন স্বজন হারানোর বেদনা । তার মত যেন আর কোন গরীবকে বিনা চিকিৎসায় স্বজনহারা হতে না হয় ,তার জন্য অশোকনগরের তৈরি করলেন প্রাইভেট হাসপাতাল। যেখান থেকে স্বল্প খরচে অত্যাধুনিক চিকিৎসা পাবেন অশোকনগর বাসি। নিম্নবিত্তদের জন্য সম্পূর্ণ বিনা খরচায় দশটি বেড রিজার্ভে রাখা হয়েছে। সপ্তাহে একদিন বিনামূল্যে থাকবে আউটডোর খোলা। সেখানে দক্ষিণ ভারতের নামি দামি ডাক্তার এসে বসবেন

উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর থানার বালিশা এলাকায় ১২০ বেডের সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি করলেন ডঃ জহিরুল সরকার। শুরুটা হয়েছিল ২০১০ সালে এম আর চ্যারিটেবল ট্রাস্ট নার্সিং স্কুল বিএড কলেজ পর এবার মান্নান সরকার ও রিজিয়া বিবি নামে হাসপাতাল তৈরি করলেন ডঃ জাহিদুল সরকার। স্বল্প খরচে এখানে চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে এম আর হসপিটাল কর্তৃপক্ষ। শুক্রবার ৩৯ জন ডাক্তার ও ২৪০ জন নার্স নিয়ে এই হাসপাতালে সূচনা হয় হাসপাতালে রয়েছে আইসিসি ইউ এর ব্যবস্থা ও এছাড়া কমবেশি ৫০০ কর্মী রয়েছে হাসপাতালে। এদিন হাসপাতালে সূচনা করেন রিজিয়া বিবি,উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামী। নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মদক্ষ রেহেনা খাতুন। এছাড়াও এক ঝাঁক ডাক্তারের সমাগমে হাসপাতালে সূচনা হয়। হাসপাতালে সূচনা লগ্নে এসে বিধায়ক জানায়, অতি উন্নত মানের একটি হাসপাতাল অশোকনগরে স্থাপন হওয়ায় অশোকনগর বাসীর আগামী দিনে সুচিকিৎসা পাবে। হাতের কাছে এত বড় একটি হাসপাতাল হওয়ায় আশেপাশে এলাকার মানুষ উপকৃত হবে।