৩জুলাই ২০২১: প্রবল বৃষ্টির জেরে টোকিওতে ভয়ঙ্গর ভূমিধস। ভেঙে যাচ্ছে একের পর এক বাড়ি, ভয়ঙ্কর ভূমিধসে এখনো পর্যন্ত নিখোঁজ ১৯ জন।

আধিকারিকরা জানিয়েছেন, ভূমিধসের পর অন্তত ১৯ জন নিখোঁজ। আতামি শহর সম্পূর্ণ তছনছ করে দিয়েছে শক্তিশালী ভূমিধস। আতামির আধিকারিক তাকামিসি সুগিয়ামা জানিয়েছেন নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। ক্রমাগত বৃষ্টি চলতি সপ্তাহ জুড়েই ভূমিধসের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল। ভূমিধসের যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বিরাট মাটির স্তুপ এগিয়ে আসছে। সামনে বাড়ি-গাড়ি যা আসছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আতামির পার্শ্ববর্তী এলাকাতেই জারি হয়েছে ভূমিধসের সতর্কতা।আতামির আধিকারিক তাকামিসি সুগিয়ামা জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধারের কাজ শুরু হয়েছে। শনিবার সারা সকাল বৃষ্টির পর পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারের কাজে হাত লাগিয়েছে স্বসুরক্ষা বাহিনীও। কিন্তু লাগাতার বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে।