এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন পুষ্কর সিং ধামি

এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন পুষ্কর সিং ধামি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ জুলাই ২০২১: এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন পুষ্কর সিং ধামি। সূত্রের খবর, বিজেপি সদর দফতরে মদন কৌশিকের নেতৃত্বাধীন বৈঠকে পুষ্কর সিং ধামির হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির ৫৭ জন বিধায়ক দেরাদুনে একত্রিত হয়ে পুষ্কর সিং ধামিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।৪৫ বছর বয়সী পুষ্কর সিং খতিমা বিধানসভার বিধায়ক।

সূত্রের খবর, শুক্রবারই তিরথ সিং পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত এর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেন বিজেপি বিধায়করা। গত ১০ মার্চ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিরথ সিং রাওয়াত।এরপরই নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠকে বসিয়ে ছিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতারা। সেখানেই ঠিক হয়ে পুষ্কর সিং ধামি হতে চলেছেন উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top