উত্তর ২৪পরগণা:- পুলিশের গাফিলতিতে টানা ১৮ ঘন্টা বাদে উদ্ধার ১৭টি তাজা বোমা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভাটপাড়া থানার কাটাডাঙ্গা বটতলা মোড়ে সম্মেলনী ক্লাবের কাছে পরিত্যক্ত কোয়ার্টারে বোমাগুলি দেখতে পান স্থানীয় এক বাসিন্দা।

সাফাইয়ের কাজের জন্য ওই কোয়ার্টারটিকে সাফাই করতে গিয়ে বোমাগুলি নজরে আসে তার।খবর যায় ভাটপাড়া থানায়। খবর পেয়ে র্যাফ-সহ ভাটপাড়া থানার পুলিশ আসে ওই রাতে। সারারাত কোয়ার্টারটিকে পুলিশ ঘিরে রাখে।শনিবার বেলা ১২-৪৫ মিনিট নাগাদ বোমস্কোয়ার্ড এসে তাজা বোমাগুলিকে উদ্ধার করে। বোমা উদ্ধারের সময় ঘটনাস্থলে হাজির ছিলেন দমকল দপ্তরের কর্মীরা। তাজা বোমা উদ্ধার করার পর, বন্ধ থাকা কাঁকিনাড়া পেপার মিলের ভেতরে গঙ্গার ধারে বোমাগুলি নিস্ক্রিয় করা হয়।