উত্তর ২৪ পরগনা : কামারহাটি পৌরসভার বেলঘড়িয়ার দেশপ্রিয় নগর ওল্ড নিমতা রোডের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসে ঘটনাটি ঘটেছে রাত ১১ টা নাগাদ । ঘটনার সূত্রপাত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের পুরনো নেতৃত্ব বিভা নন্দনকানন এর বাসিন্দা বাপ্পা সাহা, সে রাজনীতির পাশাপাশি প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত । বিভা অঞ্চলে বাপ্পা সাহা এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা নেতৃত্বে এবং ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সমিরন দাস এই তিনজনের নেতৃত্বে বিভা, নবীন পল্লী, মিলন পল্লী, নন্দনকানন এই অঞ্চল নেতৃত্ব দেয় । সেই জায়গার দখলদারি প্রচুর নোটিস এবং জমির বিষয় নিয়ে সিন্ডিকেট নিয়েই এলাকা দখল করা নিয়ে আজকের এই গুলি চলা।

রাত ১১ টা নাগাদ পাঁচটা বাইকে করে ১০ থেকে ১২ জন আসে, ভিতর তখন কর্মীরা বসেছিল, সেই সময় আক্রমণ হয়, তৃণমূলের দুই কর্মী মানষ বর্ধন তাকে মারতে মারতে বাইরে নিয়ে আসে এবং আরেক কর্মীকেও বন্দুকের বাট দিয়ে মাথায় মারে এবং গুলি চালায়। দুই কর্মী আহত হয় একজনের মাথায় বন্দুকের বাট দিয়ে মারা রক্তাক্ত হয়ে তাকে ইস্টার্ন বাইপাসে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় এবং আরেকজন গুরুতর আহত হয়। ৫ রাউন্ড গুলি চলে। দুষ্কৃতীরা ওল্ড নিমতা রোড হয়ে নিলগঞ্জ রোড হয়ে রথতলা দিয়ে পালানোর সময় রথতলা মোড়ে তাদের সাথে থাকা বোম রাস্তায় পড়ে যায়। তখনই দুজন কে বোম সমেত পুলিশ আটক করে মোহাম্মদ রফিক ও তার সঙ্গীকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা ২৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সমীরন দাস ও কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র । বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ।