উত্তর দিনাজপুর:- চোপড়া দোলুয়া পেট্রোল পাম্প সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয় মানুষেরা। শনিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পথ দুর্ঘটনায় ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে চোপড়া গ্রাম পঞ্চায়েতের দলুয়া পেট্রোল পাম্পের কাছে ইসলামপুর মুখী ৩১ নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাদের অনুমান রাত্রিবেলায় কোন দূরপাল্লার গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে, টহলরত পুলিশের ভ্যান ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ব্যক্তির এখনো পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।